প্রকাশিত: Fri, Dec 9, 2022 5:26 PM
আপডেট: Tue, Jul 1, 2025 8:15 PM

কারাগারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

সালেহ্ বিপ্লব: বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। কী কারণে গ্রেপ্তার, গ্রেপ্তার নাকি আটক কিছুই জানা যায়নি রাতে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডিবির লোকেরা বলেছেন, ওপরের নির্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। 

শুক্রবার সকাল ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, পল্টন থানার একটি নাশকতা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুই নেতাকে বিকেলে আদালতে হাজির করা হয়। পুলিশ রিমান্ড না চাইলেও বিএনপির দুই শীর্ষ নেতাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়। আসামীপক্ষের  জামিন আবেদন না মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেললনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অবিলম্বে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের মুক্তির দাবি জানান। 

তিনি বলেন, আমরা এর মধ্যে ৯টি বিভাগীয় সমাবেশ করেছি। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নানা ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে মানুষ সমাবেশে যোগ দিয়েছে। কর্মসূচীতে জনগণের স্বতষ্ফূর্ত অংশগ্রহণ দেখে সরকার ভয় পেয়েছে। তারা চাইছে জনসাধারণ যেনো আমাদের কর্মসূচীতে অংশ নিতে না পারে। আর সে লক্ষ্যেই নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে সরকার। বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করে দিতে ষড়যন্ত্রের পথে হাঁটছে সরকার। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার সেই ষড়যন্ত্রেরই অংশ। সম্পাদনা: খালিদ আহমেদ